গর্ভাবস্থায় কোন কোন কাজ আপনার জন্য বিপদজনক?

গর্ভাবস্থায় কোন কোন কাজ বিপদজনক:-


ভারী জিনিস তোলা ও বহন করা:

১) যে কোনো ভারী জিনিস তোলা বা বহন করা।এ সময় বর্ধিত পেটের কারণে এগুলো করা উচিত নয়।







সিলিং ফ্যান পরিষ্কার করা:

২) সিলিং ফ্যান জানালার পর্দা পরিবর্তন ঘরের ফার্নিচার এর উপরের অংশ মোছামুছি ক রতে যাবেন না এতে পড়ে যেতে পারে।






সিঁড়ি বেয়ে ওঠানামা:


৩) অহেতুক সিঁড়ি বেয়ে ওঠানামা উচিত নয়।যদি সিঁড়ি বাইতে হয় তাহলে রেলিং ধরে আস্তে আস্তে ওঠানামা করুন অথবা কারো সাহায্য নিন।





টিউবওয়েল ব্যবহার:

৪) অনেকের এখনো টিউবওয়েলের জল ব্যবহার করতে হয় কিন্তু গর্ভবতী হওয়ার পর থেকে টিউবওয়েল চাপা যাবেনা।






প্রাণী পোষা:

৫) বিড়াল কুকুর বা অন্য পশু পাখি পোষার অভ্যাস থাকলে তা থেকে বিরত থাকুন। কারণ এদের থেকে গর্ভবতীদের সংক্রমিত হওয়ার প্রবণতা অনেক বেশি দেখা যায়।







মশা মারা কয়েল ব্যবহার:


৬) ঘরে মশার স্প্রে বা কয়েল ব্যবহার করলে তা থেকে সতর্ক থাকুন।এই স্প্রে বা কয়েলগুলো ভালোমানের নয় বেশিরভাগ ক্ষেত্রে এগুলো বিষাক্ত উপাদানে তৈরি করা হয়।






বাচ্চাদের থেকে দূরে থাকা:


৭) ছোট বাচ্চাদের সাথে খেলা করার সময় সতর্ক থাকুন।কারণ এরা লাথি বা ঘুষি মারলে আপনার বিপদ হতে পারে।






শরীরে ঝুঁকি লাগে এমন কাজ:

৮) শরীরে ঝুঁকি লাগে এমন কাজ করা যাবে না যেমন ঘর মোছা, ঝাড়ু দিয়ে ইত্যাদি।







দীর্ঘ সময় কাজে লিপ্ত থাকা:

৯) দীর্ঘ সময় কোন কাজে লিপ্ত থাকা যাবে না যেমন অনেক বেশি পরিমাণে কাপড় ধোয়া।







ধূমপান:

১০) ঝগড়াঝাটি এবং ধমক দেওয়া জর্দা, তামাক, গুল ব্যবহার করা ধূমপান বা অন্য কোন নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা যাবে না।






চিকিৎসকের পরামর্শ:

১১) স্বাস্থ্যকর্মী বা ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ গ্রহণ করা উচিত নয়।







কেমিক্যাল দ্বারা বাথরুম পরিষ্কার:

১২) তীক্ষ্ণ গন্ধযুক্ত কেমিক্যাল দ্বারা বাথরুম পরিষ্কার করা যাবে না।তবে লেবুর রস সাদা ভিনেগার বেকিং সোডা ইত্যাদি ব্যবহার করতে পারেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ