গর্ভাবস্থায় কোন কোন কাজ বিপদজনক:-
ভারী জিনিস তোলা ও বহন করা:
১) যে কোনো ভারী জিনিস তোলা বা বহন করা।এ সময় বর্ধিত পেটের কারণে এগুলো করা উচিত নয়।
২) সিলিং ফ্যান জানালার পর্দা পরিবর্তন ঘরের ফার্নিচার এর উপরের অংশ মোছামুছি ক রতে যাবেন না এতে পড়ে যেতে পারে।
৩) অহেতুক সিঁড়ি বেয়ে ওঠানামা উচিত নয়।যদি সিঁড়ি বাইতে হয় তাহলে রেলিং ধরে আস্তে আস্তে ওঠানামা করুন অথবা কারো সাহায্য নিন।
৪) অনেকের এখনো টিউবওয়েলের জল ব্যবহার করতে হয় কিন্তু গর্ভবতী হওয়ার পর থেকে টিউবওয়েল চাপা যাবেনা।
৫) বিড়াল কুকুর বা অন্য পশু পাখি পোষার অভ্যাস থাকলে তা থেকে বিরত থাকুন। কারণ এদের থেকে গর্ভবতীদের সংক্রমিত হওয়ার প্রবণতা অনেক বেশি দেখা যায়।
মশা মারা কয়েল ব্যবহার:৬) ঘরে মশার স্প্রে বা কয়েল ব্যবহার করলে তা থেকে সতর্ক থাকুন।এই স্প্রে বা কয়েলগুলো ভালোমানের নয় বেশিরভাগ ক্ষেত্রে এগুলো বিষাক্ত উপাদানে তৈরি করা হয়।
৭) ছোট বাচ্চাদের সাথে খেলা করার সময় সতর্ক থাকুন।কারণ এরা লাথি বা ঘুষি মারলে আপনার বিপদ হতে পারে।
১২) তীক্ষ্ণ গন্ধযুক্ত কেমিক্যাল দ্বারা বাথরুম পরিষ্কার করা যাবে না।তবে লেবুর রস সাদা ভিনেগার বেকিং সোডা ইত্যাদি ব্যবহার করতে পারেন।













0 মন্তব্যসমূহ